Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহ
বিস্তারিত

নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহ 

নওগাঁ জেলায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এসব স্থান ভ্রমণ করতে আসে। এছাড়াও, দেশের গণ্ডি পেড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা বাংলাদেশ আসলে নওগাঁ জেলায় ভ্রমণ করে। নওগাঁ জেলায় শুধু দর্শনীয় স্থানগুলো নেই, এসব দর্শনীয় স্থানের ইতিহাসও জড়িয়ে আছে।

নওগাঁ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর নামের একটি তালিকা নিম্নে সংযুক্ত করা হলো-

  1. পাহাড়পুর বৌদ্ধবিহার

  2. কুসুম্বা মসজিদ

  3. ইসলামগাঁথী প্রাচীন মসজিদ ও মঠ

  4. বলিহার রাজবাড়ী

  5. শালবন

  6. হলুদ বিহার

উপরোক্ত তালিকায় উল্লেখ করা দর্শনীয় স্থানসমূহ ছাড়াও নওগাঁ জেলায় আরও অনেক জনপ্রিয় জায়গা রয়েছে। উপরোক্ত তালিকায় উল্লেখ করে দেয়া নওগাঁ জেলার এসব দর্শনীয় ঐতিহাসিক জায়গা নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

নওগাঁ জেলা ভ্রমণ করতে চাইলে নওগাঁ জেলা যাওয়ার পর এসব দর্শনীয় স্থানে যেতে পারবেন। যেকোনো স্থানে ভ্রমণ করার সময় আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই সাথে রাখবেন। কারণ, বিভিন্ন সময় এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে। আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানার জন্য ভোটার আইডি কার্ড চেক করতে পারেন। ভোটার আইডি চেক করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন সম্বলিত কম্পিউটার লাগবে। সেখান থেকে আপনি চেক করতে পারেন। তো চলুন, নওগাঁ জেলার ঐতিহাসিক স্থানসমূহ সম্পর্কে জেনে নেয়া যাক। 

পাহাড়পুর বৌদ্ধবিহার

পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা। পাল রাজবংশের শাসনামলে অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতকে নির্মিত এই বিহারটি একসময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার হিসেবে পরিচিত ছিল। বিশাল আয়তন, জটিল স্থাপত্য এবং বৌদ্ধ ধর্মের চর্চার জন্য ব্যবহৃত বিভিন্ন স্থাপনার অবশেষ এখনও এই স্থানে দেখা যায়।

পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু বাংলাদেশের নয়, বরং পুরো ভারতীয় উপমহাদেশের বৌদ্ধ সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই বিহারটি তার ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি স্থাপত্য শৈলীর জন্যও বিখ্যাত। পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অতীতের সভ্যতা ও সংস্কৃতির একটি জ্বলন্ত প্রমাণ এবং দেশের পর্যটন খাতের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ।

কুসুম্বা মসজিদ

নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ বাংলাদেশের ইসলামি স্থাপত্যের অন্যতম উজ্জ্বল নিদর্শন। সুলতানি আমলের এই মসজিদটি কালো ও ধূসর পাথর এবং পোড়ামাটির ইট দিয়ে নির্মিত। মসজিদের মিহরাবের উপর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম খোদাই করা থাকায় ধারণা করা হয়, তাঁর শাসনামলে এই মসজিদটি নির্মিত হয়েছিল।

মসজিদের অভ্যন্তরে জ্যামিতিক নকশায় সুন্দর পোড়ামাটির কাজ, মিহরাবের বিভিন্ন ফুল, পাতা, ঝুলন্ত শিকল ও সুন্দর শিল্পকর্ম মুসলিম স্থাপত্য কলার অপূর্ব সমাহার। মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতির বুরুজ বা টাওয়ার রয়েছে। মসজিদের সামনে একটি বিশাল জলাশয় রয়েছে। বাংলাদেশি ৫ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি ছাপানো থাকায় এর গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে। এই মসজিদটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

 তথ্যগুলি Info Of Bangla, Trust In Bongo বা আজকেরবঙ্গ ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। 


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/12/2017
আর্কাইভ তারিখ
31/12/2017